সংবাদ শিরোনাম :
অনার্স ও মাষ্টার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৯:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ৬৫৭ বার পঠিত
অনার্স ও মাষ্টার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক(অনার্স) ও স্নাতকোত্তরের (মাষ্টার্স) শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে একাডেমিক কাউন্সিল।
১৩ ডিসেম্বর(রবিবার) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় উক্ত সিদ্ধান্ত হয়েছে।এই ভার্চুয়াল সভায় দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা যুক্ত ছিলেন।
করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে।করোনার এই মহামারীর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নিলেও পরীক্ষা নিতে পারছিল না।এখন সেমিষ্টার ফাইনাল ও চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে সেই অনুমতি দেয়া হল।
আরো পড়ুন: বৈশ্বিক জ্ঞান সূচক ২০২০ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ১১২তম
সূত্র: গণমাধ্যম।