সংবাদ শিরোনাম :
অভিনেতা আহসান হাবিব নাসিমের পুরো পরিবার করোনায় আক্রান্ত
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০২:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৮৪৪ বার পঠিত
অভিনেতা আহসান হাবিব নাসিমের পুরো পরিবার করোনায় আক্রান্ত
অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনা মহামারি রূপ ধারণ করেছে।অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা আহসান হাবিব নাসিম করোনায় আক্রান্ত হয়েছেন।শুধু তাই নয়, স্ত্রী, সন্তানসহ পুরো পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নাসিম জানান, গতকাল রাতে করোনার রিপোর্ট পাই, সেখানে জানতে পারি যে আমার স্ত্রী, আমিসহ আমার সন্তানেরাও করোনায় আক্রান্ত হয়েছে।সবার রিপোর্ট পজিটিভ এসেছে।আমরা সবাই বাসায় আইসোলেশনে আছি।
এই অভিনেতা আরও বলেন, আমাদের কারো মধ্যেই করোনার কোনো লক্ষণ নেই।শুধু আমার স্ত্রীর মধ্যে লক্ষণগুলো রয়েছে এবং কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে।স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি চিন্তিত রয়েছি।আমি স্বাভাবিক আছি।
আরও পড়ুন: সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৪৫ লাখ
সূত্র: গণমাধ্যম।