সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৯:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ৬২২ বার পঠিত
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে।বন্যার পানি থেকে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় বড় সড়কগুলো বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।
এই বন্যাকে ‘জীবনের জন্য হুমকিস্বরুপ’ বলে সতর্কবাণী দিয়েছে দেশটির জরুরি ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ।সেই সাথে সাউথ ওয়েলসের নিম্নাঞ্চলের অধিবাসীদের বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে।পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েকশো লোক আশ্রয় নিয়েছেন।
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিডনিতে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং শহরের পশ্চিমে ব্লু মাউন্ন্সি অঞ্চলে বৃষ্টি হতে পারে ৩০০ মিলিমিটার পর্যন্ত।
আরও পড়ুন: আগামী ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।