আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা
- প্রকাশিত : ১১:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ৭৩৬ বার পঠিত
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিকে বুধবার দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ৩০ রোজা পূর্ণ হবে।
১৪ মে (শুক্রবার) দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা মহামারির সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: চীনের ৫ লাখ টিকা দেশে পৌঁছেছে