সংবাদ শিরোনাম :
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৮:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ৩৭৮ বার পঠিত
গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর মগবাজারসহ আশেপাশের এলাকায় আগামীকাল শনিবার (১৪ আগস্ট) দশ ঘণ্টা গ্যাস থাকবে না।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের আরও কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস।
আরও পড়ুন: চাকরিতে ২১ মাস বয়স ছাড়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে-ফরহাদ হোসেন
সূত্র: গণমাধ্যম।