আগামীকাল থেকে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে
- প্রকাশিত : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ৭২৯ বার পঠিত
আগামীকাল থেকে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে
মহামারি করোনায় লকডাউনের কারণে আটকেপড়া প্রবাসী কর্মীদের জন্য আগামী ১৭ এপ্রিল(শনিবার) থেকে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে।প্রতি সপ্তাহে শতাধিক ফ্লাইটে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর-এ ৫টি দেশে প্রবাসী কর্মীদের পরিবহন করা হবে।
১৫ এপ্রিল(বৃহষ্পতিবার) রাতে বিশেষ ফ্লাইট চালুর সংক্রান্ত এক সভা শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই ৫টি দেশে প্রতি সপ্তাহে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়।
মফিদুর রহমান জানান, ‘করোনা সংক্রমণ রোধে লকডাউনজনিত কারণে আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।প্রবাসী কর্মীদের কথা ভেবে সরকারের শীর্ষ মহলের অনুমতি নিয়ে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
আরও পড়ুন: আকরাম খান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি