সংবাদ শিরোনাম :
আজিজুল হাকিম সপরিবারে করোনা পজিটিভ
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০২:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ৭৫৯ বার পঠিত
আজিজুল হাকিম সপরিবারে করোনা পজিটিভ
জনপ্রিয় টিভি অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়েছেন।তিনি একা নন, তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনা পজিটিভ।সপরিবারে করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে জানয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
আজিজুল হাকিম জানান, শারীরিক অসুস্থতা বোধ করায় সম্প্রতি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাতপাতালে সপরিবারে করোনা নমুনা পরীক্ষা করান।১০ নভেম্বর তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আহসান হাবিব নাসিম বলেন, তাদের শারীরিক কোন জটিলতা নেই।চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।রক্তের কিছু টেষ্ট করিয়েছেন তারা।রক্তের রিপোর্ট পাওয়ার চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন।
সূত্র: গণমাধ্যম।