ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ




আজ অভিনেত্রী তনুশ্রী দত্তের ৩৭তম জন্মদিন

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০২:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ৯২৫ বার পঠিত

ফাইল ছবি: তনুশ্রী দত্ত

কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

আজ তনুশ্রী দত্তের ৩৭তম জন্মিদিন।তনুশ্রী দত্ত ১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খন্ডের জামশেদপুর একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি তার শহরের ডিবিএসএস ইংরেজি স্কুল এবং পুণে জুনিয়র কলেজে লেখাপড়া করেন।

বিজ্ঞাপন

তনুশ্রী দত্ত প্রথমে বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন।তনুশ্রী ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন।২০০৫ সালে তার বলিউডে আত্মপ্রকাশ ঘটে, চকলেট এবং আশিক বানায় আপনে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

তনুশ্রী দত্তের উল্লেখযোগ্য চলচ্চিত্র: আশিক বানায়া আপন, ভীরভাদ্রা(২০০৫),ভাগাম ভাগ, ঢোল, রিস্ক, গুড বয়, ব্যাড বয়, স্পিড(২০০৭), রোক্ক, অ্যাপার্টমেন্ট(২০১০)।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসাবে বসবাস করেছেন।

কালের ধারা ২৪ এর পরিবারের পক্ষ থেকে তনুশ্রী দত্তকে জন্মদিনের শুভেচ্ছা।
আড়ও পড়ুন: ফের অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরু ইউরোপে

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

আজ অভিনেত্রী তনুশ্রী দত্তের ৩৭তম জন্মদিন

প্রকাশিত : ০২:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
বিজ্ঞাপন
print news

আজ তনুশ্রী দত্তের ৩৭তম জন্মিদিন।তনুশ্রী দত্ত ১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খন্ডের জামশেদপুর একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি তার শহরের ডিবিএসএস ইংরেজি স্কুল এবং পুণে জুনিয়র কলেজে লেখাপড়া করেন।

বিজ্ঞাপন

তনুশ্রী দত্ত প্রথমে বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন।তনুশ্রী ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন।২০০৫ সালে তার বলিউডে আত্মপ্রকাশ ঘটে, চকলেট এবং আশিক বানায় আপনে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

তনুশ্রী দত্তের উল্লেখযোগ্য চলচ্চিত্র: আশিক বানায়া আপন, ভীরভাদ্রা(২০০৫),ভাগাম ভাগ, ঢোল, রিস্ক, গুড বয়, ব্যাড বয়, স্পিড(২০০৭), রোক্ক, অ্যাপার্টমেন্ট(২০১০)।

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসাবে বসবাস করেছেন।

কালের ধারা ২৪ এর পরিবারের পক্ষ থেকে তনুশ্রী দত্তকে জন্মদিনের শুভেচ্ছা।
আড়ও পড়ুন: ফের অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরু ইউরোপে