আজ ইউক্রেন-রাশিয়ার ২য় দফা বৈঠক
- প্রকাশিত : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৩১১ বার পঠিত
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আজ (বুধবার) অনুষ্ঠিত হবে।ইউক্রেনীয় গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার রুশ বার্তাসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
বিগত ৬ দিন ধরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে গতকাল সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের গোমেলে প্রথম দফা আলোচনায় বসেন।৫ ঘণ্টাব্যাপী আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বলে জানানো হয়।
গত মঙ্গলবার ইউক্রেনের মিডিয়া আউটলেট গ্লাভকম সে দেশের প্রতিনিধি দলের বরাত দিয়ে জানায়, প্রথম বৈঠকে রাশিয়া ইউক্রেনকে সংসদ থেকে নিরপেক্ষ থাকার অনুমতিপত্র নিতে এবং এ বিষয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিতে বলেছে। এছাড়া, ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেয়ার পাশাপাশি ক্রিমিয়া ফেরত পাওয়ার দাবি প্রত্যাহার করতে বলেছে রাশিয়া।
গ্লাভকম জানায়, বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানায়।
সূত্র: পার্সটুডে