সংবাদ শিরোনাম :
২ দিনের সফরে আজ ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১২:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ৬৯৮ বার পঠিত
২ দিনের সফরে আজ ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
আজ ২২ ডিসেম্বর (মঙ্গলবার)২ দিনের সফরে ঢাকায় আসছেন পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু।এই সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল সোমবার ঢাকায় তুরস্ক দূতাবাসের একং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে এ সফরে আসছেন তিনি।দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে এ সফরে।একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন মেবলুৎ সাবুসোলু।
এই সফরে প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন মেবলুৎ সাবুসোলু।এছাড়া ঢাকায় তুরস্ক দূতাবাসের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সূত্র: গণমাধ্যম।