ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ




আজ  বিকেলে ঢাকায় ১৪ দলের সমাবেশ

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৪২৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

আজ  বিকেলে ঢাকায় ১৪ দলের সমাবেশ

সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত শুক্রবার বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা।

১৪ দলের নেতারা বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে মন্তব্য করে ১৪ দলের নেতারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।




ফেসবুকে আমরা




x

আজ  বিকেলে ঢাকায় ১৪ দলের সমাবেশ

প্রকাশিত : ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
বিজ্ঞাপন
print news

আজ  বিকেলে ঢাকায় ১৪ দলের সমাবেশ

সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত শুক্রবার বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা।

১৪ দলের নেতারা বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে মন্তব্য করে ১৪ দলের নেতারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।