সংবাদ শিরোনাম :
আফ্রিকান ঔপন্যাসিক উইলবার এডিসন স্মিথ আর নেই

কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ১৪৮৫ বার পঠিত

আফ্রিকান ঔপন্যাসিক উইলবার এডিসন স্মিথ আর নেই
জনপ্রিয় আফ্রিকান ঔপন্যাসিক উইলবার এডিসন স্মিথ আর নেই। স্থানীয় সময় শনিবার বিকেলে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে নিজ বাসায় ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির।
১৯৩৩ সালের ৯ই জানুয়ারি উত্তর রোডেশিয়ার ব্রোকেন হিলে জন্মগ্রহণ করেন।বর্তমানে লন্ডনে বসবাস করছিলেন।
উইলবার স্মিথ বুকসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মৃত্যুকালে উইলবারের পাশেই ছিলেন তার স্ত্রী নিসো।
উইলবার স্মিথের প্রকাশিত গ্রন্থেও সংখ্যা ৪৯টি, যেগুলোর বিশ্বব্যাপী ১৪ কোটি কপির বেশি বিক্রি হয়েছে। ১৯৬৪ সালে তার প্রথম উপন্যাস ‘হোয়েন দ্য লায়ন ফিডস’ বের হয়, যা তাকে দ্রুতই বিশ্বময় পরিচিতি এনে দেয়।