আবারও নতুন রেকর্ড সর্বোচ্চ শনাক্ত ৮৩৬৪, মৃত্যু ১০৪
- প্রকাশিত : ০৬:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ৭০০ বার পঠিত
আশরাফুল সিজান, মোহনগঞ্জ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও আট হাজার ৩৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত।এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৪ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে আরও আট হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৮৬%। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ২১.৫৯% ও গত পরশু ছিল ২২.৫০% । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৭০ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ সাত হাজার ৬৭৩ জন।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৩৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৮ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭১% । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.০৬% ও মৃত্যুর হার ১.৫৯%.
আরও পড়ুন: বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছর