ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া
- প্রকাশিত : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ১৯৬ বার পঠিত
ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া
ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া, সেই লক্ষ্যে একটি ডিক্রি (সরকারি আদেশ) জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন এ ডিক্রির ফলে সব ইউক্রেনীয় রাশিয়ার নাগরিকত্ব পাবেন।
সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে।
আদেশে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। এছাড়া আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে।
পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব দেয়ার জন্য একই ধরনের একটি ডিক্রি জারি করেন পুতিন। সূত্র: আল-জাজিরা