ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে সাবেক মেম্বার মোঃ আতাহার মৃধা
- প্রকাশিত : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ৩৪৯ বার পঠিত
বরিশাল থেকে মোঃ তপু মাঝিঃ মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সাবেক মেম্বার আতাহার মৃধা এলাকাবাসীর সমর্থনে মোরগ মার্কায় নির্বাচনে আসেন। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরও সুরক্ষিত করতে প্রতিনিয়ত (২নং ওয়ার্ডের) প্রতিটি গ্রামে চায়ের দোকানে ও পাড়া-মহল্লায়, রাস্তাঘাটে সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং ভোটারদের সাথে দিনরাত মতবিনিময় করছেন।
স্থানীয় এলাকাবাসী বলেন তিনি আরো দুই বার নির্বাচিত মেম্বার মোহাম্মদ আতাহার মৃধা সে একজন সমাজ সেবক ও এলাকার উন্নয়নমূলক কাজ করেন রাস্তাঘাট থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদাপদে দুঃখ-দুর্দশায় সব সময়ই দেখা যায়।
মেম্বার প্রার্থী সাথে আলাপকালে তিনি জানান মজিদবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে সামনে নিয়ে দরিদ্র মুক্ত সুশিক্ষা বান্ধব একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার নিমিত্তে জনগণ ভালোবেসে গত ২ বার মেম্বার হিসেবে ভোট দিয়ে তারা জয়যুক্ত করে আসছে। তাই আমার শেষ বয়সে আমার ওয়ার্ড বাসীর ভালোবাসায় এবারও মেম্বার প্রার্থী হয়েছি। তাই আমি আবার নির্বাচিত হয়ে আমার শেষ সময়টুকু আমার ২নং ওয়ার্ডের মেহনতী মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি এজন্য আমি আমার গ্রামের মুরুব্বী, ভাই,বন্ধু, মা বোন সহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।