ইতালিতেও নতুন প্রজাতির করোনার রোগী শনাক্ত
- প্রকাশিত : ০৬:১১:১১ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ৯৮৪ বার পঠিত
ইতালিতেও নতুন প্রজাতির করোনার রোগী শনাক্ত
সম্প্রতি যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা সংক্রমণ দেখা দিয়েছে।যুক্তরাজ্যের পর এবার ইতালিতেও নতুন প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে।২০ ডিসেম্বর (রবিবার) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তত্য নিশ্চিত করা হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে ওই ইতালীয় নাগরিকের শরীরেও সেই একই ধরনের করোনাভাইরাস পাওয়া গেছে।সূত্র: আলজাজিরা।
আরও জানা যায়, বর্তমানে আইসোলেশনে থাকা ওই ব্যক্তি কিছুদিন আগে এক ফ্লাইটে তার সঙ্গীকে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বলে জানা গেছে।যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, নতুন প্রজাতির এই ভাইরাস থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের চেয়েও বেশি।
নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।আরও কয়েকটি দেশ এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।তুরস্ক, নেদারল্যান্ডস ও বেলজিয়াম যুক্তরাজ্যে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।ইতোমধ্যে ইতালি জানিয়েছে, তারাও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে।ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, অষ্ট্রিয়াসহ আরও কয়েকটি দেশ এমন উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছে বিবিসি।
আরও পড়ুন: যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে-ম্যাট হ্যানকক