ইথিওপিয়ায় বাড়ছে পঙ্গপালের আক্রমণ-দেখা দিবে খাদ্য সংকট
- প্রকাশিত : ০২:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ৮৯৬ বার পঠিত
ইথিওপিয়ায় বাড়ছে পঙ্গপালের আক্রমণ-দেখা দিবে খাদ্য সংকট
এখনো শেষ হয়নি করোনার প্রকোপ।এর মধ্যে ফসল নষ্ট করা পঙ্গপালের আক্রমণ।ক্রমান্বয়ে ভয়াবহভাবে বাড়ছে পঙ্গপালের প্রকোপ।খুব শিগরিই দেশটিতে খাদ্য সংকট দেখা দিতে পারে।
ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের ২য় জনবহুল রাষ্ট্র।দারিদ্র এই অঞ্চলের নিত্য দিনের সঙ্গী।করোনার পর নতুন সংযোজন পঙ্গপালের আতঙ্ক।
গত ২৫ বছরের মধ্যে ২০২০ সালেই পূর্ব ইউরোপে সবচেয়ে বিপদজনক অবস্থায় দাঁড়িয়েছে ফসল খাওয়া পোকা পঙ্গপালের আক্রমণ।গত জানুয়ারী থেকে কমপক্ষে ২ লাখ হেক্টর ফসলি জমি নষ্ট করেছে এই পঙ্গপাল।মহামারী করোনার কারণে এমনিতেই খাদ্যের অভাবে ভুগছে দেশটির মানুষজন।
ইথিওপিয়া’র একজন কৃষক গণমাধ্যমকে জানান, ৬ হেক্টর জমিতে ফসল বুনেছিলেন তিনি।পঙ্গপাল সব খেয়ে ফেলেছে।৯টা বাচ্চাকে খাওয়ানোর মতো খাবার আর তার কাছে নেই।সরকারের উপর নির্ভরশীল ইতিওপিয়ার সাধারণ মানুষ।সরকার সাহায্যে না করলে অনেক কৃষকের পরিবারকে না খেয়ে দিন পার করতে হবে।করোনার কারণে স্কুলও বন্ধ রয়েছে।ওদের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ফসল খাওয়া পঙ্গপাল নিয়ে ইথিওাপয়া সরকারের পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও কাজ করে যাচ্ছে।কোন চেষ্টাই সফল হচ্ছে না পঙ্গপাল নিয়ন্ত্রনের কাজে।সংস্থাটি থেকে জানাচ্ছে, এক সপ্তাহে ২টি বিমান এনেছেন, যেগুলো কীটনাশক স্প্রে করছে।১০০টি আলাদা টিম কাজ করে যাচ্ছে পঙ্গপাল নিয়ন্ত্রণ আনতে।
এক বর্গ কিলোমিটারে অবস্থান করা পঙ্গপালের ঝাঁক একদিনে ৩৫ জন মানুষের খাদ্য খেতে পারে।অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণেই ইথিওপিয়ায় পঙ্গপালের আক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে।
সূত্র: সময় নিউজ।