ইপিজেড চত্তরে নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদ সমাবেশে এমপি লতিফ, তারেক কে দেশে এনে বিচার করা হোক
- প্রকাশিত : ০২:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ২৩৪ বার পঠিত
ইপিজেড চত্তরে নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদ সমাবেশে এমপি লতিফ, তারেক কে দেশে এনে বিচার করা হোক
তপু মাঝি, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার হুমকিদাতা খুনি তারেক রহমান কে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে এবং বিএনপি’র দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ইপিজেড চত্বরে ০২ সেপ্টেম্বর , শুক্রবার বিকেলে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আব্দুল লতিফ প্রধান অতিথির বক্তব্যে
আলহাজ্ব এম .এ .লতিফ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার হুমকিদাতা খুনি তারেক রহমান কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখামুখি করার জোর দাবি সহ দেশব্যাপি সকল নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহতের ডাক দেন।
দক্ষিণ হালিশর ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য হাজী জিয়াউল হক সুমনের সভাপতিত্বে ও সাবেক কমিশনার হাজী মোঃ আসলামের সঞ্চালনায়ে প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আঃলীগের বানিজ্য সম্পাদক মাহাবুল হক মিয়া, ইপিজেড থানা আঃলীগ আহবায়ক হাজী হারুন উর রশিদ,এম. এ তাহের, ৩৯ নং ওয়ার্ড আঃলীগের আকবর হোসেন কবি, চেম্বার পরিচালক ওমর বিন হাজ্জাজ,বন্দর সিবিএ নেতা ও সাবেক ছাত্রনেতা নায়েবুল ইসলাম ফটিক,সেলিম আফজাল, আঃলীগ নেতা লোকমান হাকিম, ওয়াসিম আক্রাম, মোঃ হারুন, জাবের হোসেন,এম.এ রউফ, আক্কাস সওঃ আনোয়ার হোসেন,ইফতেকার আলম, নেছার মিয়া আজিজ,যুবলীগের সেলিম রেজা, জামাল উদ্দিন, মোঃ হারুন,এম, এ হাছান ছাত্রলীগের ইকবাল হোসেন নয়ন,জিয়া, দীপু এবং মহিলা আঃলীগের শারমিন ফারুখ সুলতানা, নাছিমা আক্তার,রুমানা খানম, অন্যান্যর মধ্যে রুশদী, আশিষ শ্রমিক লীগের জাহিদ হোসেন, শেখ ফরিদ রিপন,ইমরুল কায়েস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে মিছিলে মিছিলে সভাস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা।