ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে-ডা.দীপু মনি
- প্রকাশিত : ০২:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ৬৭৩ বার পঠিত
ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে-ডা.দীপু মনি
মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।২৫ মার্চ(বৃহষ্পতিবার) এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ড. দীপু মনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন।যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।’
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না।এ বিষয়ে আজকে টেকনিক্যাল কমিটি বৈঠক করেছে।বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আগামীকাল চূড়ান্ত ঘোষণা দিবেন।এমনটাই জানান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের।
উল্লেখ্য, এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেয়া হবে।
আরও পড়ুন: অ্যাষ্ট্রাজেনেকার করোনা টিকা রপ্তানি সাময়িক বন্ধ করেছে ভারত
সূত্র: গণমাধ্যম।