উত্তর অঞ্চলের রংপুর বিভাগের আট’টি জেলার দল নিয়ে ‘জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট
- প্রকাশিত : ১০:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ৪০৬ বার পঠিত
উত্তর অঞ্চলের রংপুর বিভাগের আট’টি জেলার দল নিয়ে ‘জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট
মামুনুর রশিদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি : ১২ মে, ২০২২, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে আজ ১২মে
কালের ধারা ২৪.কম. অনলাইনের সর্বশেষ খবর পেতে ফেসবুক পেজ এবং (Google News) ফিডটি অনুসরণ করুন।
উত্তর অঞ্চলের রংপুর বিভাগের আট জেলার আটটি দল নিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটি।আজ (১২ই মে) বৃহস্পতিবার বিকেল ৩টায় লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহা বিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। আজ সকাল ১০টায় জেলার রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে বাই-সাইকেল র্যালি শোভাযাত্রা শুরু হয়ে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে যোগদান করবে।
কমিটির সদস্য ও বিএনপি নেতা মো. রিয়াজউদ্দীন নসুর সই করা এক বার্তায় (১১ই মে) রোজ বুধবার এই তথ্য জানানো হয়।
টুর্নামেন্ট চলবে আজকে বৃহস্পতিবার (১২ মে) থেকে ২৬ মে পর্যন্ত। আজকে (১২ই মে) বিকেল ৩টায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ক্রীড়া কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। আরও উপস্থিত থাকবেন বিএনপির রংপুর বিভাগীয় ও ক্রীড়া কমিটির নেতারা।
রংপুর জেলা, রংপুর মহানগর, নিলফামারী জেলার সৈয়দপুর,দিনাজপুর, কুরিগ্রাম,লালমনিরহাট,, পঞ্চগড়,গাইবান্ধা
এই আট দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
গ্রুপ “এ”__ঃ
⚽লালমনিরহাট জেলা বিএনপি বনাম পঞ্চগড় জেলা বিএনপি ⚽
❄️১২/০৫/২০২২রোজ বৃহস্পতিবার ♨️
⚽গাইবান্ধা জেলা বিএনপি বনাম ঠাকুরগাঁও জেলা বিএনপি ⚽
❄️১৫/০৫/২০২২রোজ রবিবার♨️
গ্রুপ” বি”__ঃ
⚽রংপুর মহানগর বিএনপি বনাম সসৈয়দপুর বিএনপি ⚽
❄️১৬/০৫/২০২২রোজ সোমবার♨️
⚽রংপুর জেলা বিএনপি বনাম কুরিগ্রাম জেলা বিএনপি ⚽
❄️১৯/০৫/২০২২রোজ বৃহস্পতিবার♨️
⚽⚽⚽⚽⚽প্রথম সেমিফাইনাল⚽⚽⚽⚽⚽
❄️২১/০৫/২০২২ইং রোজ শনিবার♨
⚽⚽⚽⚽⚽দ্বিতীয় সেমিফাইনাল⚽⚽⚽⚽⚽
❄️২৩/০৫/২০২২রোজ সোমবার♨️
⚽💢ফাইনাল💢⚽
❄️২৬ই মে ২০২২রোজ বৃহস্পতিবার♨️
🏵️পরিচালনায়🏵️এ বি এম ফারুক সিদ্দিকী, আআহ্বায়ক,
জিয়া স্বৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২
বড়বাড়ী, লালমনিরহাট।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
২৬ মে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষে নেতারা আগামী ২৭ মে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত স্বাধীন বাংলাদেশের প্রথম বেসামরিক প্রশাসন এলাকা পরিদর্শনে যাবেন।