উদচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরি
- প্রকাশিত : ১০:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৫৯৫ বার পঠিত
উদচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরি
মোঃ তপু মাঝি, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলায় ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ১০নং উদচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনা ঘটে। বিদ্যালয় থেকে নষ্ট একটি ল্যাপটপ ও একটি নষ্ট হ্যান্ড মাইক নিয়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের কার্যালয়ে রক্ষিত কয়েকটি আলমারির তালা ভেঙ্গে কাগজপত্র এলোমেলো করে। শনিবার দিবাগত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটেছে এমটি জানা যায়। রবিবার সকালে বিদ্যালয় শিক্ষক এসে চুরি হওয়ার ঘটনাটি ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন এবং ঝালকাঠি পুলিশ ঘটনাস্থ্য পরিদর্শন করেন।
নৈশ প্রহরী মোঃ রিপন হাওলাদার বিদ্যালয় চুরির ঘটনার রাতে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না এমনটাই জানান স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ।
উদচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ফিরোজ হোসেন জানান আজ দুপুরে প্রধান শিক্ষক ফোন করে তাকে জানান স্কুলের কক্ষে চুরি হয়েছে এবং তার কাছে আরো জানা যায় স্কুলে নৈশ প্রহরী আছে তবে এই চুরি হওয়ার ঘটনা রাতে নৈশ প্রহরী উপস্থিত ছিল না।
উল্লেখ্য, স্থানীয় গ্রামবাসী বলেন বিগত কয়েক মাস ধরে ঝালকাঠি সদর উপজেলার হিমানন্দকাঠী, রমজানকাঠী, উদচড়া সহ বেশ কিছু গ্রামের কোন না কোন বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এ ব্যাপারে গ্রামবাসী চোরের উপদ্রব বন্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।