সংবাদ শিরোনাম :
ঋতুপর্ণা’র পূজো কাটছে সিঙ্গাপুরে
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৭:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ৭৬৭ বার পঠিত
বরাবর কলকাতাতেই ঋতুপর্ণা’র পুজোর সময় কাটান।কিন্তু এবার সিঙ্গাপুর থেকে কলাকাতায় ফিরতে পারেননি।যার কারণে পূজাটা ওখানেই পার করেন।জনপ্রিয় এ অভিনেত্রী প্রবাসে থাকলেও উৎসবের দিনগুলোকে বাঙালি সাজেই রঙিন হবেন তিনি।সমম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
পুজোকে ঘিরে শাড়ি পড়া ও সাজগোজের ভিডিও স্যোসাল যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।ভিডিওর ক্যাপশন লিখেছেন, পূজার সাজে, পূজার মুডে।
ঋতুপর্ণা সেন আরও জানান, পূজার দিনগুলোয় সিঙ্গাপুরে এক বন্ধুর বাড়িতে ‘গেট টুগেদার’ এর আয়োজন করা হবে।
কলকাতায় ফিরতে পারছেন না বলে তার মন খারাপ।কারণ পূজো কলকাতার মত আনন্দ ওখানে সম্ভব নয়।
স্বামী সঞ্জয় চক্রবর্তী ও ২ সন্তানকে নিয়ে স্থানীয় রামকৃষ্ণ মিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।পূজার সময়ে তার বাঙালী লুকই তার পছন্দ।