একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান হাসপাতালে ভর্তি

- প্রকাশিত : ০৪:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ৫৫৩ বার পঠিত

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান হাসপাতালে ভর্তি
একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান হাসপাতালে ভর্তি।
১৭ আগস্ট(মঙ্গলবার) ইউনাইটেড হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, গতকাল রাতে তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত রোববার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, তোয়াব খান হাসপাতালের সিসিইউতে ডা. কায়সার নাছিরুল্লাহ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তোয়াব খানের বয়স ৮৭ বছর। গত বছরের নভেম্বরে তিনি করোনায় আক্রান্ত হন। পরে করোনামুক্ত হলেও করোনা–পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে না নিউজিল্যান্ড
এই বর্ষিয়ান সাংবাদিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করছেন তিনি।
১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পান।
সূত্র: বাংলাদেশ জার্নাল।