কঠোর লকডাউনেও খোলা থাকবে শিল্পকারখানা
- প্রকাশিত : ০২:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ৮২১ বার পঠিত
১লা জুলাই(বৃহষ্পতিবার) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সরকার।তবে কঠোর রকডাউনের মধ্যেও শিল্পকারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থায় চালু থাকবে।
২৯ জুন(বমঙ্গবার)বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষধ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর বিধিনিষেধ দেবে সরকার। এই সময়ে জরুরি সেবা দেয়া ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
মহামারি করোনা সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।এই লকডাউনে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে।
আরও পড়ুন: আজ নতুন অর্থবছরের বাজেট পাস হবে