সংবাদ শিরোনাম :
কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা আর নেই
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৬:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১১১৯ বার পঠিত
কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা আর নেই
কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা মারা গেছেন।ডিসেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে গত ৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।মনজুরে মওলা’র ৮০তম জন্মবার্ষিকী ছিল গত ১ অক্টোবর।
প্রাবন্ধিকের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন এমনটাই জানিয়েছেন বাংলা একাডেমির পক্ষ থেকে।
কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন তিনি।গত শতকের ৮০ দশকের শুরুর দিকে বাংলা একাডেমীর মহাপরিচালক ছিলেন মনজুরে মওলা।
প্রতিষ্ঠানটিতে তাঁর ৩ বছরের কার্যকালেই ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় একুশে গ্রন্থমেলা, যা আজ বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।
সূত্র: গণমাধ্যম।