করোনার কারণে ১১ এপ্রিলের নির্বাচন স্থগিত
- প্রকাশিত : ০৬:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ৬৯৫ বার পঠিত
করোনার কারণে ১১ এপ্রিলের নির্বাচন স্থগিত
দেশের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনসহ ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পিছিয়ে গেছে। আগামী ১১ এপ্রিল এসব নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিলো।
দেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ংকর রূপ ধারণ করায় ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করা হয়েছে।
১লা এপ্রিল(বৃহষ্পতিবার) কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এই একথা জানান। তিনি বলেন, ৩১ মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।
গত বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করার কথা ছিলো।
সূত্র: গণমাধ্যম।