সংবাদ শিরোনাম :
করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১ ৫৯৭ বার পঠিত
করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
মহামারি করোনাভাইরাসের টিকা গ্রহণের ২ মাসেরও বেশি সময় পর করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
১লা এপ্রিল(বৃহষ্পতিবার) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার বার্তা দেন তিনি।
ড. নাসিমা সুলতানা স্ট্যাটাস লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম।মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন।আমিন।’
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা গত ২৭ জানুয়ারি দেশে ভারতের সিরাম ইনষ্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাষ্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন টিকাও গ্রহণ করেছিলেন।
সূত্র: গণমাধ্যম।