করোনায় ক্ষতি হওয়া শিক্ষার ঘাটতি পূরনে কাজ করছে সরকার
- প্রকাশিত : ০৬:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ ৫৭৮ বার পঠিত
করোনায় ক্ষতি হওয়া শিক্ষার ঘাটতি পূরনে কাজ করছে সরকার
বিশ্বব্যাপী মহামারি করোনায় দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ ১২ নভেম্বর(রোববার)। প্রায় ১৮ মাস স্কুল ও কলেজ বন্ধ থাকায় শিক্ষার অনেক ক্ষতি হয়েছে। সেই ঘাটতি পূরণ করতে কাজ করছে সরকার।
আজ ১২ নভেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন একথা বলেন।
পরিবর্তনমন্ত্রী বলেন, বর্তমান সরকার ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য দূর করেছে। সরকারের বিভিন্ন সুবিধার কারণে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে। মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তাই মেয়েদের নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যেতে হবে।
সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার এক হাজার ৮৭৯ জন চা-শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৯৩ লাখ ৯৫ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন।
এছাড়াও চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ৬৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি পরিবারের নিকট নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।
সূত্র: গণমাধ্যম