ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




করোনা টিকা দেয়ার পর ১১৯ দিন প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৭:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ৮২১ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

করোনা টিকা দেয়ার পর ১১৯ দিন প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার পরও আক্রান্তের ঝুঁকি থেকেই যায়।তবে এর তীব্রতা মারাত্মক নাও হতে পারে।১ম ডোজ টিকা দেয়ার পর ১১৯ দিন পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী থাকে।এরপর থেকেই আক্রান্তের ঝুঁকি বাড়তে থাকে।তাই কার্যকর সুরক্ষার জন্য ১ম ডোজ গ্রহণের নির্দিষ্ট সময় পর ভ্যাকসিনের ২য় ডোজ নিতে হবে।ভ্যাকসিন নেয়ার পরও মাস্ক পরা, হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

ভ্যাকসিন মানবদেহে উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।যা করোনা রোধে সহায়ক হবে।হার্ড ইমিউনিটি যতদিন কার্যকর থাকবে ততদিন তেমন ভয় নেই।কিন্তু এরপর থেকেই ভয় বাড়বে।তবে আক্রান্তের শঙ্কা থাকলেও ভ্যাকসিন নিরাপত্তা হিসেবে কাজ করবে।অধিকতর সুরক্ষার জন্য যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের টিকা নিতে হবে।

করোনা টিকার মাধ্যমে সৃষ্ট অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা (টি সেল, সেলুলার রেসপন্স) কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে গবেষণা চলমান।করোনায় আক্রান্ত হওয়ার ৬ মাস পরও রোগীর শরীরে অ্যান্টিবডি ও সেলুলার রেসপন্সের স্থায়িত্ব দেখা গেছে।অপরদিকে টিকার বিষয়ে আন্তর্জাতিক জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রবন্ধে দেখা গেছে, মর্ডানার কোভিড-১৯ টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা ১ম ডোজ টিকা দেয়ার ১১৯ দিন পরও যথেষ্ট শক্তিশালী।ফেজ-৩ পরীক্ষার আওতায় থাকা অন্য টিকাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্ব যথেষ্ট আশাব্যঞ্জক।

দৈনিক যুগান্তরের বরাতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভ্যাকসিন বিশেষজ্ঞ, আইসিডিডিআর, বির ইমেরিটাস বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এসব তথ্য জানান।প্রতি বছর টিকা নিতে হবে কিনা এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড-১৯ টিকা আমাদের কতদিন পর্যন্ত সুরক্ষা দেবে তা এখনও অজানা।এটা নির্ভর করবে টিকার সুরক্ষার স্থায়িত্বকাল কতদিন তার ওপর।এছাড়াও, এটি হার্ড ইমিউনিটি/প্রটেকশনের ওপর নির্ভর করে।যা সাধারণ সংক্রমণ ও টিকার মাধ্যমে গড়ে ওঠে।

আরও পড়ুন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী করোনার টিকা নিয়েছেন

সূত্র: যুগান্তর।




ফেসবুকে আমরা




x

করোনা টিকা দেয়ার পর ১১৯ দিন প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে

প্রকাশিত : ০৭:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
বিজ্ঞাপন
print news

করোনা টিকা দেয়ার পর ১১৯ দিন প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার পরও আক্রান্তের ঝুঁকি থেকেই যায়।তবে এর তীব্রতা মারাত্মক নাও হতে পারে।১ম ডোজ টিকা দেয়ার পর ১১৯ দিন পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী থাকে।এরপর থেকেই আক্রান্তের ঝুঁকি বাড়তে থাকে।তাই কার্যকর সুরক্ষার জন্য ১ম ডোজ গ্রহণের নির্দিষ্ট সময় পর ভ্যাকসিনের ২য় ডোজ নিতে হবে।ভ্যাকসিন নেয়ার পরও মাস্ক পরা, হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

ভ্যাকসিন মানবদেহে উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।যা করোনা রোধে সহায়ক হবে।হার্ড ইমিউনিটি যতদিন কার্যকর থাকবে ততদিন তেমন ভয় নেই।কিন্তু এরপর থেকেই ভয় বাড়বে।তবে আক্রান্তের শঙ্কা থাকলেও ভ্যাকসিন নিরাপত্তা হিসেবে কাজ করবে।অধিকতর সুরক্ষার জন্য যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের টিকা নিতে হবে।

করোনা টিকার মাধ্যমে সৃষ্ট অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা (টি সেল, সেলুলার রেসপন্স) কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে গবেষণা চলমান।করোনায় আক্রান্ত হওয়ার ৬ মাস পরও রোগীর শরীরে অ্যান্টিবডি ও সেলুলার রেসপন্সের স্থায়িত্ব দেখা গেছে।অপরদিকে টিকার বিষয়ে আন্তর্জাতিক জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রবন্ধে দেখা গেছে, মর্ডানার কোভিড-১৯ টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা ১ম ডোজ টিকা দেয়ার ১১৯ দিন পরও যথেষ্ট শক্তিশালী।ফেজ-৩ পরীক্ষার আওতায় থাকা অন্য টিকাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্ব যথেষ্ট আশাব্যঞ্জক।

দৈনিক যুগান্তরের বরাতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভ্যাকসিন বিশেষজ্ঞ, আইসিডিডিআর, বির ইমেরিটাস বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এসব তথ্য জানান।প্রতি বছর টিকা নিতে হবে কিনা এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড-১৯ টিকা আমাদের কতদিন পর্যন্ত সুরক্ষা দেবে তা এখনও অজানা।এটা নির্ভর করবে টিকার সুরক্ষার স্থায়িত্বকাল কতদিন তার ওপর।এছাড়াও, এটি হার্ড ইমিউনিটি/প্রটেকশনের ওপর নির্ভর করে।যা সাধারণ সংক্রমণ ও টিকার মাধ্যমে গড়ে ওঠে।

আরও পড়ুন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী করোনার টিকা নিয়েছেন

সূত্র: যুগান্তর।