করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ২৯টি জেলা
- প্রকাশিত : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৫৬৭ বার পঠিত
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ২৯টি জেলা
বাংলাদেশের করোনা সংক্রমণ বেশ দ্রুত গতিতে বাড়ছে এবং এই মুহূর্তে অন্তত ২৯টি জেলা উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সংক্রমণ ঝুঁকিতে থাকা ২৯টি জেলার মধ্যে রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর, নওগাঁ, রাজশাহী ইত্যাদি।
২৯ মার্চ(সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি সংবাদ সম্মেলনে এই তত্য জানানো হয়।এদিন স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘন্টা সময়ের মধ্যে বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
অতিরিক্ত মহাপরিচালক(স্বাস্থ্য অধিদপ্তর) মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে জানান, গত কিচুদিন ধরে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে এবং সংক্রমণের মাত্রা দ্রুত বাড়ছে।
ফ্লোরা আরও বলেন, চলতি মাসের ১৩ তারিখ করোনা সংক্রমণের মাত্রা উচ্চ ছির ৬টি জেলায়, ২০ তারিখে দেখা গেছে ২০টি জেলা ঝুঁকিতে আছে।আর মার্চের ২৪ তারিখে দেখা গেছে করোনা সংক্রমণের হার উচ্চ এমন জেলার সংখ্যা ২৯টি।ফলে বুঝাই যাচ্ছে, সংক্রমণের হার দ্রুত বাড়ছে।
করোনা সংক্রমণের উচ্চ হার সামাল দিতে এখন স্থানীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
যেসব জেলায় উচ্চ সংক্রমণ রয়েছে, প্রয়োজনে যেসসব জেলার সঙ্গে আন্তঃজেলা যোগাযোগও সীমিত করা হতে পারে।তবে সেটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন জেলার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।এছাড়া প্রয়োজন হলে স্থানীয়ভাবে লকডাউন আরোপ করা হতে পারে।তবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট জেলা তাদের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়।
আরও পড়ুন: ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ল ৩০ জুন পর্যন্ত
সূত্র: গণমাধ্যম।