কুমিল্লা-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন অ্যাডভোকেট আবুল হাসেম খান
- প্রকাশিত : ১২:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ৭৪৫ বার পঠিত
দেশের কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় একক প্রা্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আবুল হাসেম খান।আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
২০ জুন(রোববার) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন জাপার প্রার্থী জসিম উদ্দিন। ফলে আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খান। এ আসন থেকে তারা দুজনই দুই দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। তার আবেদনটি আমরা পেয়েছি। ২৪ জুন বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়।
আরও পড়ুন: পৌরসভা নির্বাচনে ভোট দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
সূত্র: গণমাধ্যম।