কুষ্টিয়ায় ৭ দিনের লকডাউন ঘোষণা
- প্রকাশিত : ১২:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ৫৯৪ বার পঠিত
প্রাণঘাতি করোনা সংক্রমণ রোধে কুষ্টিয়ায় ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।আজ রাত(২০ জুন) রাত ১২টা থেকে ২৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।
আজ(রোববার)২০ জুন রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
আজ বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ সভায় এ সিদ্ধান্ত হয়।
মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ রোধে কুষ্টিয়া জেলায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ওষুধ, নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার ছাড়া সকল প্রকার দোকান, শপিংমল, সাপ্তাহিক হাট, পশুহাট বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।
এছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রসহ আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধ কমিটি রবিবার ভার্চুয়াল বৈঠক করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: তিস্তার পানি ভয়াবহ রূপ ধারণ করছে