সংবাদ শিরোনাম :
কেশবপুরে গৃহহীন পবিবারে গৃহ নির্মাণের লক্ষে ব্যাবসায়ী আলামিনের জমিদান

আবু হুরাইরা রাসেল নিজস্ব প্রতিনিধি
- প্রকাশিত : ১১:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ ৯১৭ বার পঠিত

কেশবপুরে গৃহহীন পবিবারে গৃহ নির্মাণের লক্ষে ব্যাবসায়ী আলামিনের জমিদান
আবু হুরাইরা রাসেল নিজস্ব প্রতিনিধি: মুজিব শতবর্ষে বাংলাদেশে “একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে “মুজিব ছায়া” প্রকল্পের আওতায় গৃহহীন পবিবারে গৃহ নির্মাণের লক্ষে ঢাকা পুলিশ হেডকোয়াটারের চুড়ান্তভাবে মনোনীত পরিবারের অনুকুলে দলিল প্রদান করা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে মঙ্গলবার বিকালে হতদরিদ্র জোহরা বেগমকে গৃহ নির্মাণের লক্ষে পৌর সভার সাবদিয়া মৌজায় ২শতাংশ জমি প্রদান করেন শহরের মেরী ইলেকট্রনিক্সের স্বত্তাধীকারী সবদিয়া নিবাসী আব্দুল মজিদের পূত্র আলামিন হোসেন সরদার।
আরও পড়ুন: মার্চের শেষে সারাদেশে কালবৈশাখী’র আশঙ্কা