কোমলমতি শিশুদের মাঝে সূর্যমুখী থিয়েটারের ঈদ উপহার সামগ্রী বিতরন
- প্রকাশিত : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ৭৬৩ বার পঠিত
মোহনগঞ্জ প্রতিনিধিঃ আশরাফুল সিজান: পবিত্র ঈদ- ঈদুল- ফিতর উপলক্ষে কোমলমতি নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সূর্যমুখী থিয়েটার নামের একটি সামাজিক সংগঠন।
সোমবার (১১ই মে) বিকাল ৪ ঘটিকায় নেত্রকোনার মোহনগঞ্জের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে সূর্যমুখী থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান হানিফ’র পরিচালনায় ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে সংগঠনটির সদস্যরা ৭০ জন কোমলমতি শিশুদের হাতে তুলে দেয় ঈদ সামগ্রী। আসন্ন ঈদকে কেন্দ্র করে নতুন জামা কাপড় পেয়ে আনন্দের উল্লাস শিশুদের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার অফিসার ইন চার্জ আবদুল আহাদ খান সহ মোহনগঞ্জ থানার পুলিশ ফোর্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল মোল্লা, সূর্যমুখীর থিয়েটারের সদস্যবৃন্দ সহ আরো অনেকেই।
প্রসঙ্গত, সামাজিক সংগঠনটি এর আগে বিভিন্ন দুর্যোগ ও ক্লান্তি লগ্নে বিভিন্ন ভাবে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে৷
এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান হানিফ জানান
“” ঈদ মানেই আনন্দ। তাই ঈদ আনন্দ কোমলমতি শিশুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার ক্ষুদ্র প্রচেষ্ঠা। শিশুদের আনন্দে আমি আনন্দিত হই।””
আরও পড়ুন: মানবিক ছাত্রনেতা মোঃ-আমানউল্লাহ আমান এর ঈদ শুভেচ্ছা