সংবাদ শিরোনাম :
গত ২৪ ঘন্টায় খুলনায় করোনায় আরও ২০ জনের মৃত্যু
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ৫৯৪ বার পঠিত
দেশের খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।একই দিনে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১৭ জন।
২৪ জুন(বৃহষ্পতিবার)দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আরও জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭ জন, যশোরে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ২ জন ও মেহেরপুরে ১ জন করোনায় মারা গেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ খুলনা বিভাগে ১ম করোনা রোগী শনাক্ত হয়।সংক্রমণের শুরু থেকে ২৪ জুন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জনের।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১৬ জনের।উক্ত বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৬৭৬ জন।
আরও পড়ুন: না ফেরার দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট