গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫১৮ জন
- প্রকাশিত : ১০:১৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১ ৬৯৮ বার পঠিত
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫১৮ জন
সারাদেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে।চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে।গত ২৪ ঘন্টায় নতুন করে ৫১৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।যা চট্টগ্রামে এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।
২ এপ্রিল(শুক্রবার) সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে দেয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে মোট ২ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এদের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫১৮ জনের।যাদের মধ্যে মহানগরীর ৪৩৬ জন এবং বাকি ৮২ জন বিভিন্ন উপজেলার।শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৫ শতাংশ।গত ১লা এপ্রিল(বৃহষ্পতিবার) এ হার ছিল প্রায় ২৬ শতাংশ।
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা মোট দাঁড়াল ৪০ হাজার ৮০১ জন।মোট মৃত্যুর সংখ্যা ৩৮৯ জন।
উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে সর্ব প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
সূত্র: গণমাধ্যম।