গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে ৫০ জন

- প্রকাশিত : ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ৬২২ বার পঠিত

মহামারি করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আর ৫০ জনের মৃত্যু হয়েছে।একই দিনে করোনা শনাক্ত হয়েছে ১৭৪২ জন।
৫ মে(বুধবার)স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৮৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮টি। মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৫৫ জন।
দেশে নতুন করে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।
করোনায় দেশে মোট মারা যাওয়া ১১ হাজার ৭৫৫ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৫৪৪ জন এবং নারী ৩ হাজার ২১১ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: চীনের টিকা বাংলাদেশে আসছে ১২ মে
সূত্র: গণমাধ্যম।