গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
- প্রকাশিত : ১১:৪৪:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ৫২৫ বার পঠিত
মোঃ আরিফুল ইসলাম খান শাহীন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় ট্রাক চাপায় দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের স্বজনদের তথ্যমতে জানা যায়,
নিহতরা হলেন, গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকার মৃত মজিবরের ছেলে সামির (১৬) ও একই একই এলাকার ভাড়াটিয়া শহিদুল মিস্ত্রীর ছেলে হাসান (১২)।
তথ্যে আরো জানা যায়, সামির তার বড় ভাইয়ের মোটরসাইকেলে হাসানকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে গাজীপুর চৌরাস্তার দিক হতে কোনাবাড়ির দিকে আসার সময় বাইমাইল এলাকার ময়লা ফেলার স্থানে তারা মোটর সাইকেলের চাকা পিছলে পড়ে যায়। এসময়ে কোনাবাড়িগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাদের চাপা দেয় এবং পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সামির কোনাবাড়ী এম ই এইচ আরিফ কলেজে ৮ম শ্রেণীতে এবং হাসান হলি কেয়ারে ৭ম শ্রেণীতে পড়াশোনা করতো।
জিএমপি কোনাবাড়ি থানার এসআই শওকত এমরান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: দেশে ফের টিকা নিবন্ধন শুরু