গাজীপুর মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল
গাজীপুর মহানগর প্রেসক্লাব কে স্মার্ট ক্লাব করতে চাই বলেন- তারেক রহমান জাহাঙ্গীর
- প্রকাশিত : ০৭:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৯৮৩ বার পঠিত
গাজীপুর মহানগর প্রেসক্লাব কে স্মার্ট ক্লাব করতে চাই বলেন- তারেক রহমান জাহাঙ্গীর
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সাংবাদিকের মনে শুরু হয়েছে জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনা কে হতে চাচ্ছে এবার গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। শুরু হয়েছে গাজীপুর মহানগর প্রেসক্লাবের প্রধমবারের মতো দ্বি বার্ষিক নির্বাচন। আগামী ১২ই ডিসেম্বর গাজীপুর মহানগর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক পদে এমনই একজন পদপ্রার্থী হয়েছে, যিনি বিভিন্ন গুনে গুণান্বিত বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, সফল সংগঠন, তিনি আর কেউ নয় বাংলাদেশ সাংবাদিক দিবস এসোসিয়েশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভাওয়াল টিভির এমডি, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কার্যকরী সভাপতি , দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সহ-সম্পাদক, সোনালী ভোর পত্রিকার নির্বাহী সম্পাদক, তারেক রহমান জাহাঙ্গীর তিনি প্রতিনিহত সাংবাদিকতার পাশাপাশি সব সময় গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, সুখে দুঃখে পাশে পেয়েছে গরীব দুঃখী সাধারণ মানুষ ও সকল সাংবাদিকরা।ইতিমধ্যে তারেক রহমান জাহাঙ্গীর কে নিয়ে চলছে চা দোকান থেকে শুরু করে জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা প্রতিটি অলি-গলিতে সাংবাদিকদের মুখে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে বিভিন্ন দেওয়ালে পোস্টারিং ও প্রচার প্রচারণা।
গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রহমন বলেন, আমি খুবই আনন্দিত গাজীপুর মহানগর প্রেসক্লাবের পদপ্রার্থী হয়েছে তারেক রহমান জাহাঙ্গীর তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী মানুষ। তার মতো তরুণ মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকে গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই কারন তার কারনে আমি আজ সাংবাদিক, তার হাত ধরে আমি সাংবাদিক হিসাবে গাজীপুরের পরিচিতি লাভ করেছি।তাই তারেক রহমান জাহাঙ্গীর এর জন্য আমি সবসময় মঙ্গল কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন তার নেক আশা পূরণ করেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক রহমান জাহাঙ্গীর এক সাক্ষাৎতে তিনি বলেন- গাজীপুর মহানগর প্রেসক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি প্রতিষ্ঠিতা সদস্য, শুরু থেকে আমি প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ২০২২-২০২৩ সালে সাধারণ সম্পাদক ছিলাম এখন আবার সকল সদস্য পরামর্শ ক্রমে আবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি , আমি সাধারণ সম্পাদক পদে আসার আগে প্রেসক্লাবের তেমন কোন উন্নয়ন হয়নি। আমি যদি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হতে পারি আমার প্রথম কাজ হবে গাজীপুর মহানগর প্রেসক্লাবের সুন্দর এবং গ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র তৈরি করা, সকলের বসার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা, একটি টিভি ব্যবস্থা করা, সকলে যেনও এক জায়গা থেকে নিউজ কালেক্ট করতে পারে এজন্য একটি কম্পিউটার ম্যান ও কম্পিউটারের ব্যবস্থা করা, সর্বোপরি গাজীপুর মহানগর প্রেসক্লাবকে একটি স্মার্ট ক্লাবে পরিণত করব ইনশাআল্লাহ। পিয়নের ব্যাপারে তিনি বলেন পিয়ন রাখার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু আমি যদি সাধারণ সম্পাদক হতে পারি সকল সদস্যদের সাথে পরামর্শ করে শুধু বিকেলের জন্য একজন পিওন রাখার ব্যবস্থা করবো।পরিশেষে আমি সকল সদস্যদের কাছে ক্ষমা চাচ্ছি বিগত দুই বছর যদি কারো সাথে অন্যায় আচরণ করে থাকি তাহলে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। আগামী ১২ ডিসেম্বর আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই দোয়া চাই সকলের কাছে।