চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৪১৭ জন
- প্রকাশিত : ০২:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ৭০৭ বার পঠিত
চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৪১৭ জন
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম করোনায় নতুন আক্রান্ত ৪১৭ জন।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩৭ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হন ৪১৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৭০৮ জনে।
১৪ এপ্রিল(বুধবার)সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৬৮২ নমুনা পরীক্ষায় ৪১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩০৬ জন এবং উপজেলার ১১১ জন।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের পর থেকে টানা অভিযানের অংশ হিসেবে গতকালও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযানে ১২ মামলার বিপরীতে মোট ৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য প্রায় সাড়ে তিন হাজার পিস মাস্কও বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।
সূত্র: গণমাধ্যম।
আরও পড়ুন: গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় নতুন আক্রান্ত ১ লাখ ৮৫ হাজার