চট্রগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
- প্রকাশিত : ০১:০০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৩৬৮ বার পঠিত
চট্রগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
তপু মাঝি, চট্টগ্রাম থেকেঃ বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মে সোমবার বিকেলে চট্টগ্রামের ইপিজেড প্রধান ফটক সম্মুখে অবস্থিত সাবেক, ঢাকা হোটেলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার সিনিয়র প্রতিবেদক, মুভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড’র ব্যবস্হাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান’র সভাপতিত্বে ও সংগঠনের মহা সচিব এবং দৈনিক নব অভিযান পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান মোঃ হাসান বিশ্বাস’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার সিনিয়র প্রতিবেদক মোঃ সোহাগ আরেফিন।
বিশেষ অতিথির আসনে ছিলেন সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও দৈনিক নবচেতনা পত্রিকার সিনিয়র প্রতিবেদক আমিনুল হক শাহিন, সংগঠনের উপদেষ্টা ও চিটাগং ডেইলী ডট কমের সিনিয়র প্রতিবেদক বাবুল হোসেন বাবলা, চিটাগং মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক অধ্যক্ষ এম নজরুল ইসলাম খান ও সংগঠনের অর্থ সচিব ও দৈনিক অন্য দিগন্ত পত্রিকার প্রতিবেদক মোঃ হায়দার আলী। বাংলাদেশ সাংবাদিক ক্লাব ইতি মধ্যে সাংগঠনিক অবকাঠামো মেনে মূলধারার গণমাধ্যমকর্মী সমন্বয়ে দেশের বিভিন্ন আচার অনুষ্ঠান যথা সময়ে ইপস্থাপন করে বেশ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী, আওয়ামী মটর চালক লীগের নোয়াখালী জেলা সভাপতি মোঃ জাকির হোসেন,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিচালক আল-আমিন, দৈনিক নব অভিযান পত্রিকার প্রতিবেদক আজাদ মামুন, মোঃ এমরান হোসেন, টিটু ঘোষ, লরেন্স বিশ্বাস, রেজাউল করিম, নুরুন নবী,বাংলাদেশ আওয়ামী মটোর চালক লীগ চট্রগ্রাম বন্দর জোন কমিটির সহ সভাপতি খোকন নুরুল ইসলাম, ওমর ফারক, সাংবাদিক তপু মাঝি সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।