ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




চলতি বছরেও হজ্ব করা হচ্ছে না বাংলাদেশিদের

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ৭২৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

প্রাণঘাতি করোনা সংক্রমণ ঠেকাতে টানা ২য় বছরের মতো বিদেশিদের হজ্বে যাওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব।যার ফলে এবছরও বাংলাদেশিদের হজ্ব করা হচ্ছে না।

বিজ্ঞাপন

প্রাণঘাতি করোনার কারণে সৌদি আরব সরকার এবছর শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দিচ্ছে বলে জানিয়েছে আরব নিউজ। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

উল্লেখ্য, মহামারি  করোনা শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।

দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা।

এই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ৫০ বিলিয়ন রিয়াল (১৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার) আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল সৌদি আরব।

সূত্র: গণমাধ্যম।




ফেসবুকে আমরা




x

চলতি বছরেও হজ্ব করা হচ্ছে না বাংলাদেশিদের

প্রকাশিত : ১০:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
বিজ্ঞাপন
print news

প্রাণঘাতি করোনা সংক্রমণ ঠেকাতে টানা ২য় বছরের মতো বিদেশিদের হজ্বে যাওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব।যার ফলে এবছরও বাংলাদেশিদের হজ্ব করা হচ্ছে না।

বিজ্ঞাপন

প্রাণঘাতি করোনার কারণে সৌদি আরব সরকার এবছর শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দিচ্ছে বলে জানিয়েছে আরব নিউজ। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

উল্লেখ্য, মহামারি  করোনা শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।

দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা।

এই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ৫০ বিলিয়ন রিয়াল (১৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার) আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল সৌদি আরব।

সূত্র: গণমাধ্যম।