ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




চীনের টিকা বাংলাদেশে আসছে ১২ মে

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৪:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ৬০৩ বার পঠিত

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

মহামারি করোনার জন্য চীনের উপহারের ৫ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।৫ মে(বুধবার) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে চীন আমাদের ৫ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।

করোনায় চীনের কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

আব্দুল মোমেন আরও বলেন, টিকা কেনাকাটার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কেনাকাটা বিষয়ে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।

চীনের টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি উৎপাদনকারীদের। এটিও ২৮ দিনের ব্যবধানে ২ ডোজ করে নিতে হয়।

উল্লেখ্য, মঙ্গলবার(৪ মে) পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সূত্র: গণমাধ্যম।




ফেসবুকে আমরা




x

চীনের টিকা বাংলাদেশে আসছে ১২ মে

প্রকাশিত : ০৪:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
বিজ্ঞাপন
print news

মহামারি করোনার জন্য চীনের উপহারের ৫ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।৫ মে(বুধবার) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে চীন আমাদের ৫ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।

করোনায় চীনের কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

আব্দুল মোমেন আরও বলেন, টিকা কেনাকাটার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কেনাকাটা বিষয়ে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।

চীনের টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি উৎপাদনকারীদের। এটিও ২৮ দিনের ব্যবধানে ২ ডোজ করে নিতে হয়।

উল্লেখ্য, মঙ্গলবার(৪ মে) পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সূত্র: গণমাধ্যম।