ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ




চুন ছাড়াই খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার

মো: তৌহিদ দেওয়ান, ঢাকা প্রতিনিধি :
  • প্রকাশিত : ০২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ১০০৪ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

চুন ছাড়াই খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার

মো: তৌহিদ দেওয়ান, ঢাকা প্রতিনিধি : বাঙালির প্রিয় খাবার গরুর ভুঁড়ি বা বট। খেতে মজা হলেও সামনে বাধা হয়ে দাড়ায় ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে। কারণ ভুঁড়ি পরিষ্কার করা বেশ কষ্টের কাজ।

বিজ্ঞাপন

অনেকেই ভুঁড়ি পরিষ্কারের কাজে চুনের সাহায্য নেন। এতে ময়লা দ্রুত গেলেও, নষ্ট হয়ে যায় ভুড়ির স্বাদ। এবার স্বাদকে ধরে রাখতে চুন ছাড়াই ভুঁড়ি পরিষ্কার করার পদ্ধতি শিখে নেওয়া যাক,

১) ভুঁড়ি ছোট ছোট টুকরো করে ময়লা ফেলে দিয়ে পরিস্কার করে নিন।

২) এবার একটি পাত্রে পানি গরম করে নিন। ফুটে উঠলে আলাদা একটি পাত্রে পরিমান মতো পানি নিন। ভুঁড়ির কালো পাশটি পানিতে দিয়ে সর্বোচ্চ ১৩ সেকেন্ড ডুবিয়ে রেখে তুলে ফেলুন।

৩) এরপর কালো অংশটির উপর একটি চামচ দিয়ে ধরে আরেকটি চামচ দিয়ে আঁচড়ে কালো ময়লা তুলে নিন। তবে ভুঁড়ি ঠাণ্ডা হয়ে গেলে হাত দিয়েই তুলতে পারবেন।

৪) ভুঁড়ির খাঁজকাটা অংশটার ক্ষেত্রে ১৭ সেকেন্ড ভেজাবেন গরম পানিতে।

৫) ময়লা তুলতে ব্যবহার করতে পারেন স্টিলের গ্লাস। ভুঁড়ি পরিষ্কার করার পর নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

৬) এরপর একটি পানি ভর্তি বড় পাতিলে দেড় চা চামচ হলুদ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে সেদ্ধ করুন ভুঁড়ি।

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

চুন ছাড়াই খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার

প্রকাশিত : ০২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
বিজ্ঞাপন
print news

চুন ছাড়াই খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার

মো: তৌহিদ দেওয়ান, ঢাকা প্রতিনিধি : বাঙালির প্রিয় খাবার গরুর ভুঁড়ি বা বট। খেতে মজা হলেও সামনে বাধা হয়ে দাড়ায় ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে। কারণ ভুঁড়ি পরিষ্কার করা বেশ কষ্টের কাজ।

বিজ্ঞাপন

অনেকেই ভুঁড়ি পরিষ্কারের কাজে চুনের সাহায্য নেন। এতে ময়লা দ্রুত গেলেও, নষ্ট হয়ে যায় ভুড়ির স্বাদ। এবার স্বাদকে ধরে রাখতে চুন ছাড়াই ভুঁড়ি পরিষ্কার করার পদ্ধতি শিখে নেওয়া যাক,

১) ভুঁড়ি ছোট ছোট টুকরো করে ময়লা ফেলে দিয়ে পরিস্কার করে নিন।

২) এবার একটি পাত্রে পানি গরম করে নিন। ফুটে উঠলে আলাদা একটি পাত্রে পরিমান মতো পানি নিন। ভুঁড়ির কালো পাশটি পানিতে দিয়ে সর্বোচ্চ ১৩ সেকেন্ড ডুবিয়ে রেখে তুলে ফেলুন।

৩) এরপর কালো অংশটির উপর একটি চামচ দিয়ে ধরে আরেকটি চামচ দিয়ে আঁচড়ে কালো ময়লা তুলে নিন। তবে ভুঁড়ি ঠাণ্ডা হয়ে গেলে হাত দিয়েই তুলতে পারবেন।

৪) ভুঁড়ির খাঁজকাটা অংশটার ক্ষেত্রে ১৭ সেকেন্ড ভেজাবেন গরম পানিতে।

৫) ময়লা তুলতে ব্যবহার করতে পারেন স্টিলের গ্লাস। ভুঁড়ি পরিষ্কার করার পর নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

৬) এরপর একটি পানি ভর্তি বড় পাতিলে দেড় চা চামচ হলুদ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে সেদ্ধ করুন ভুঁড়ি।