ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




চুলপড়া কমাবে লালশাক

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১২:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ১১৯৩ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

চুলপড়া কমাবে লালশাক

চুল মানুষের সৌন্দর্যের প্রতীক।আর সেই চুল পড়ে গেলে সৌন্দর্য থাকে।বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে নানা সমস্যা দেখা দিতে শুরু করে।যার জন্য প্রয়োজন হয় পুষ্টিকর খাবারের।পুষ্টিকর খাবারের মধ্যে লালশাক অন্যতম।লালশাকের মধ্যে এমন কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে যা শরীরের জন্যে অত্যন্ত উপকারী।

বিজ্ঞাপন

লালশাকের গুণাগুণ তুলে ধরা হলো:

১. লালশাকে থাকা ভিটামিন সি থাকায় চোখের রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে।যারা গ্লুকোমার সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন এই শাক খান।

২. লালশাক ভালো করে বেটে তার মধ্যে এক চামচ বেটে লবণ মিশিয়ে নিন।সম্ভব হলে প্রতিদিন এই মিশ্রণটি খান।চুল পড়া কমে যাবে অনেকটাই।

৩. নিয়মিত লালশাক খেলে কিডনির কার্যক্ষমতা বেড়ে যায়।এ ছাড়াও রক্ত পরিশুদ্ধ হয়ে যায়।লালশাক শরীরে রক্তের পরিমাণ বাড়ায়।তাই কেউ যদি অ্যানিমিয়ায়ে ভোগেন তাহলে এখন থেকেই খাওয়া শুরু করুন লালশাক।

৪. লালশাকের মূল দিয়ে দাঁত মেজে, লবণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এর ফলে দাঁতের মধ্যে থাকা হলুদভাব কেটে যায়।এ ছাড়াও দাঁতজনিত অন্যান্য সমস্যাগুলোও আর দেখা দেয় না।

সূত্র:জিনিউজ

ট্যাগস :




ফেসবুকে আমরা




x

চুলপড়া কমাবে লালশাক

প্রকাশিত : ১২:৩৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
বিজ্ঞাপন
print news

চুলপড়া কমাবে লালশাক

চুল মানুষের সৌন্দর্যের প্রতীক।আর সেই চুল পড়ে গেলে সৌন্দর্য থাকে।বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে নানা সমস্যা দেখা দিতে শুরু করে।যার জন্য প্রয়োজন হয় পুষ্টিকর খাবারের।পুষ্টিকর খাবারের মধ্যে লালশাক অন্যতম।লালশাকের মধ্যে এমন কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে যা শরীরের জন্যে অত্যন্ত উপকারী।

বিজ্ঞাপন

লালশাকের গুণাগুণ তুলে ধরা হলো:

১. লালশাকে থাকা ভিটামিন সি থাকায় চোখের রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে।যারা গ্লুকোমার সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন এই শাক খান।

২. লালশাক ভালো করে বেটে তার মধ্যে এক চামচ বেটে লবণ মিশিয়ে নিন।সম্ভব হলে প্রতিদিন এই মিশ্রণটি খান।চুল পড়া কমে যাবে অনেকটাই।

৩. নিয়মিত লালশাক খেলে কিডনির কার্যক্ষমতা বেড়ে যায়।এ ছাড়াও রক্ত পরিশুদ্ধ হয়ে যায়।লালশাক শরীরে রক্তের পরিমাণ বাড়ায়।তাই কেউ যদি অ্যানিমিয়ায়ে ভোগেন তাহলে এখন থেকেই খাওয়া শুরু করুন লালশাক।

৪. লালশাকের মূল দিয়ে দাঁত মেজে, লবণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এর ফলে দাঁতের মধ্যে থাকা হলুদভাব কেটে যায়।এ ছাড়াও দাঁতজনিত অন্যান্য সমস্যাগুলোও আর দেখা দেয় না।

সূত্র:জিনিউজ