ছাত্রনেতা শরীফ হুসেনের উপর সন্ত্রাসী হামলা
- প্রকাশিত : ০৯:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ৭৮২ বার পঠিত
ছাত্রনেতা শরীফ হুসেনের উপর সন্ত্রাসী হামলা
মোঃ আমানউল্লাহ আমান, নেত্রকোনা প্রতিনিধি : গতকাল ০২/০৩/২০২১ ইং রোজ মঙ্গলবার দুপুর ১:০০ ঘঠিকার সময় নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাইলোড়া গ্রামের বাসিন্দা ও মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ মেধাবী ছাত্রনেতা মোঃ শরীফ হুসেনের উপর সন্ত্রাসী হামলা। রাজনৈতিক প্রতিসিংসার কারণেই এই হামলা, তথ্য সূত্রে জানা যায় শরীফ হুসেনকে বাসা থেকে ডেকে এনে এলোপাতারি ভাবে দেশীয় বিদেশি অস্ত্র দিয়ে জখম করে।
এরি পরিপেক্ষিতে আজ বিকাল ৩:৩০ মিনিটে মোহনগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ মিলে শহর ঝুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মোহনগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোয়াজ্জল হুসেন বক্তব্যে বলেন সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানায়। এবং ছাত্রলীগের নেতাদের একই বক্তব্য প্রেস করেন তারাও চায় সন্ত্রাস মুক্ত মোহনগঞ্জ, এবং সন্ত্রাসিদের বিচার চায়। মোহনগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’য় ১০০ টাকার প্রিমিয়ামে ২ লাখ টাকা ক্ষতিপূরন