ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ




ছাদ বাগান কিংবা বাণিজ্যিক ভাবে বাগান করে লাভবান হতে চান

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১ ৮০৪ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

ছাদ বাগান কিংবা বাণিজ্যিক ভাবে বাগান করে লাভবান হতে চান

মো: এনামুল হক, ময়মনসিংহ প্রতিনিধি:-মা-বাবার দোয়া পলি/অন্ত নাসারী ময়মনসিংহের ৩নং ভাবখালী ইউনিয়ন ১নংওয়াডে উইনারপার ঢাকা- ময়মনসিংহ রোড সংলগ্নে মা-বাবা দোয়া পলি/অন্ত নাসারীটি অবস্থিত।উক্ত নার্সারি মোঃআসাদুল হক নাসারী পরিচালনা করে আসছিলেন।

বিজ্ঞাপন

বেশ কয়েক বছর পরে তিনি মৃত্যু বরণ করেন। উনার মৃত্যুর পরে বর্তমানে  তার ছেলে সুজন মিয়া বাবার স্মৃতি বিজড়িত নাসারীটি পরিচালনা করছেন।

এখানে উন্নত মানের রেড লেডি হাইব্রিড কাশেম পুরি বরই এর চারা এবং উন্নত মানের পেঁপের চারা পাওয়া যায়।

এছাড়াও এখানে বিভিন্ন প্রকার ফল ফুল ও কাঠের চারা বা কলপ করা চারা সুলভ মূল্যে বিক্রিয় করা হয়।বাদ যাবে না কোন চারা এবার লাগাবো ফলের চারা আম,জাম,কাঁঠাল নিচু।

১৮বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফুলে ফলে ভরপুর এই নাসারী উইনারপার।মা-বাবার দোয়া পলি/অন্ত নাসারী থেকে চারা গাছ সংগ্রহ করে স্বাবলম্বী হয়েছে অনেক তরুন।সুজন মিয়া ভবিষ্যতে নার্সারিকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চান এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করতে চান এছাড়াও তিনি সরকারের সু-দৃষ্টি কামনা করেন।




ফেসবুকে আমরা




x

ছাদ বাগান কিংবা বাণিজ্যিক ভাবে বাগান করে লাভবান হতে চান

প্রকাশিত : ১০:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
বিজ্ঞাপন
print news

ছাদ বাগান কিংবা বাণিজ্যিক ভাবে বাগান করে লাভবান হতে চান

মো: এনামুল হক, ময়মনসিংহ প্রতিনিধি:-মা-বাবার দোয়া পলি/অন্ত নাসারী ময়মনসিংহের ৩নং ভাবখালী ইউনিয়ন ১নংওয়াডে উইনারপার ঢাকা- ময়মনসিংহ রোড সংলগ্নে মা-বাবা দোয়া পলি/অন্ত নাসারীটি অবস্থিত।উক্ত নার্সারি মোঃআসাদুল হক নাসারী পরিচালনা করে আসছিলেন।

বিজ্ঞাপন

বেশ কয়েক বছর পরে তিনি মৃত্যু বরণ করেন। উনার মৃত্যুর পরে বর্তমানে  তার ছেলে সুজন মিয়া বাবার স্মৃতি বিজড়িত নাসারীটি পরিচালনা করছেন।

এখানে উন্নত মানের রেড লেডি হাইব্রিড কাশেম পুরি বরই এর চারা এবং উন্নত মানের পেঁপের চারা পাওয়া যায়।

এছাড়াও এখানে বিভিন্ন প্রকার ফল ফুল ও কাঠের চারা বা কলপ করা চারা সুলভ মূল্যে বিক্রিয় করা হয়।বাদ যাবে না কোন চারা এবার লাগাবো ফলের চারা আম,জাম,কাঁঠাল নিচু।

১৮বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফুলে ফলে ভরপুর এই নাসারী উইনারপার।মা-বাবার দোয়া পলি/অন্ত নাসারী থেকে চারা গাছ সংগ্রহ করে স্বাবলম্বী হয়েছে অনেক তরুন।সুজন মিয়া ভবিষ্যতে নার্সারিকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে চান এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করতে চান এছাড়াও তিনি সরকারের সু-দৃষ্টি কামনা করেন।