সংবাদ শিরোনাম :
জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন জো বাইডেন
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০ ৮৬৮ বার পঠিত
জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন অবশেষে জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন।১৯৯২ সালের পর ১ম বারের মতো ১ জন ডেমোক্রেট হিসেবে তিনি জর্জিয়া রাজ্যে জয় পেলেন।এই জয়রে মধ্য দিয়ে তার বিজয় আরও শক্তিশালী হলো।এখন তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০৬।
অপরদিকে নর্থ ক্যারোলাইনায় প্রেসিডেন্ট ট্রাম্প জয়ের পথে রয়েছেন।এখানে জয় পেলে তার মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াবে ২৩২।এখনাও নির্বাচনের পরাজয় মেনে নেননি ট্রাম্প।তিনি জানুয়ারিতে নতুন প্রশা্সন চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।সূত্র বিবিসি।