সংবাদ শিরোনাম :
জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি মাসের ১ম রবিবার
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১২:৩২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১৪৪৮ বার পঠিত
২০২০ সাল শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষ উপলক্ষে নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের ১ম রবিবার বিনামূল্যে দর্শনার্থীরা জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে।তবে এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মুজিববর্ষ উপলক্ষে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় ১লা নভেম্বর থেকে চিড়িয়াখানা খোলার এ সিদ্ধান্ত নিয়েছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মহামারী করোনা সংক্রমণের কারণে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সূত্র: গণমাধ্যম।