জাতীয় ফুটবল দলের নতুন ম্যানেজার আমের খান
- প্রকাশিত : ১০:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ১২৩২ বার পঠিত
অনেকদিন পর জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে পরিবর্তন আসলো।আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর জায়গায় এবার জাতীয় দলের নতুন ম্যানেজার মনোনীত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)নতুন নির্বাচিত সদস্য ও ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার আমের খান।১২ নভেম্বর তাকে জাতীয় দলের আগামী ৩ ম্যাচের জন্য ম্যানেজার পদে দায়িত্ব দেয়া হয়েছে।১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা প্রীতি ফুটবল সিরিজের ২ ম্যাচ এবং আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য আমের থানকে ম্যানেজারর দায়িত্ব দিয়েছেন বাফুফে।
বেশকিছুদিন ধরেই বাফুফের ভাবনায় ছিল জাতীয় দলের জন্য একজন বেতনভুক্ত ম্যানেজার নিয়োগের কথা।সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেপালের বিপক্ষে সিরিজের অনুশীলনে এ পদটি ফাঁকা রাখা হয়েছিল।বেতনভুক্ত ম্যানেজার নিয়োগে তাড়াহুড়া করতে চাচ্ছে না বাফুফে।যার কারণে ৩টি ম্যাচকে সামনে রেখে আমের খানকেই ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে।
সূত্র: দৈনিক ইনকিলাব।